রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১২

যুদ্ধবন্দিদের জীবন নিয়ে খেলছে রাশিয়া: জেলেনস্কি   

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪  

রাশিয়া ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের জীবন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।   

এর আগে রাশিয়ার পশ্চিমাঞ্চলের বেলগোরোদের কাছে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়। উড়োজাহাজে থাকা ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দিসহ ৭৪ আরোহী নিহত হন। এ ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়া বলছে, কিয়েভই উড়োজাহাজটি ভূপাতিত করেছে। মস্কো জানায়, যুদ্ধবন্দি বিনিময়ের অংশ হিসেবে ৬৫ ইউক্রেনীয়কে ইউক্রেনে নিয়ে যাওয়া হচ্ছিল।  

ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলেছে যে, পূর্বের মতো তাদের নিরাপদ আকাশসীমা নিশ্চিত করতে বলা হয়নি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘স্পষ্টতই রাশিয়ানরা ইউক্রেনের বন্দিদের জীবন নিয়ে খেলছে। তাদের স্বজনদের অনুভূতি এবং আমাদের সমাজের আবেগ নিয়ে খেলছে।’ 

উড়োজাহাজ দুর্ঘটনার পর জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি সফরও বাতিল করেছেন জেলেনস্কি। আজ বৃহস্পতিবার এ সফরের কথা ছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়  স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে যুদ্ধ থেকে আটক ইউক্রেনের ৬৫ সেনা সদস্য ছিলেন। সেই সঙ্গে ছয়জন ক্রু ও বন্দিদের নিরাপত্তার জন্য আরও তিনজন সদস্য ওই উড়োজাহাজটিতে ছিলেন। রাশিয়ার আইএল-৭৬ সামরিক উড়োজাহাজটি মোট ৭৪ জন ছিলেন ওই ফ্লাইটে। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার দক্ষিণাঞ্চলের বেলগোরোদ অঞ্চলে সেটি বিধ্বস্ত হয়।   

এর আগেও বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের দিক থেকে ক্ষেপণাস্ত্র আক্রমণের বেশ কয়েকটি ঘটনা ঘটে। গত ৩০ ডিসেম্বর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এ অঞ্চলে ২৫ জন নিহত হয়।

এই বিভাগের আরো খবর